Home / বিনোদন / দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর

বলিউড ছেড়ে হলিউডে পা বাড়ালেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার হলিউডের ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সম্প্রতি যুক্তরাজ্যের এডিনবরা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন রাধিকা আপ্তে। সেখানেই উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল তাঁর নতুন হলিউড ছবি ‘লিবের্তে: আ কল টু স্পাই’–এর। ছবিতে বিশ্বযুদ্ধের ব্রিটিশ নারী গুপ্তচর নোরা বেকারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যুদ্ধে প্রথম নারী হিসেবে ওয়্যারলেস ব্যবহার করেছিলেন তিনি। প্যারাসুট বেঁধে ঝাঁপিয়ে পড়েছিলেন ফ্রান্সে। ছবির চিত্রনাট্য লিখেছেন সারাহ মেগান থমাস।

ছবির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সত্য ঘটনা নিয়ে। সে সময় নাজি যোদ্ধাদের কাজে ব্যাঘাত ঘটাতে সংগঠন তৈরি হয় ‘এসওই’ নামে। সেই দলের প্রধান ছিলেন একজন নারী। তিনি আবার দুজন নারীকে দলে নেন। তাঁদের একজন মুসলমান নারী নূর ইনাইয়াত খান, যাঁর চরিত্রে দেখা যাবে রাধিকাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিতে তাঁর ‘লুক’–এর ও ঐতিহাসিক ওই চরিত্রটি নিয়ে কোলাজ একটি ছবি দেন। এরপর ছবির কলাকুশলীদের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘রিইউনিয়ন’।

এ ছাড়া রাধিকা আপ্তেকে দেখা যাবে আরেক নামকরা অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকীর সঙ্গে। ছবির নাম রাত আকেলি হ্যায়। ক্রাইম থ্রিলার ঘরানার হবে ছবিটি। সূত্র: হিন্দুস্তান টাইমস

About Saimur Rahman

Leave a Reply