Home / বাংলাদেশ / সরকারি চাকরিতে প্রবেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সরকারি চাকরিতে প্রবেশে ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক হতে যাচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে সরকারের নীতিগত অনুমোদন নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সরকারি চাকরিজীবীরা মাদকাসক্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখন চাকরিতে প্রবেশের সময় আমার ডোপ টেস্ট বাস্তবায়ন করছি।
চাকরি প্রার্থীর রক্তে যদি মাদকের আলামত পাওয়া যায় তাহলে তার আবেদন হয়তো বাতিল করে দেয়া হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, মিয়ানমারের সরকার প্রধান আমাদের সঙ্গে তারা অনেক কথাই বলেন কিন্তু কিছুই কার্যকর হয় না।

About Saimur Rahman

Leave a Reply