Breaking News
Home / বাংলাদেশ / আসছে প্রীতি জান্নাতের নতুন মিউজিক ভিডিও “ও আমার জান”

আসছে প্রীতি জান্নাতের নতুন মিউজিক ভিডিও “ও আমার জান”

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
আগামী ২৩ জুলাই প্রকাশিত হতে যাচ্ছে মডেল-অভিনেত্রী প্রীতি জান্নাতের নতুন মিউজিক ভিডিও “ও আমার জান”! গানটির মিউজিক ভিডিও এর মডেল হিসেবে অভিনয় করেছেন প্রজন্মের ব্যস্ত মডেল অভিনেত্রী প্রীতি জান্নাত|

এই গানটির কন্ঠশিল্পী এস এম কামরুল বাহার, গীতিকার ও সুরুকার ডা. শরীফুল বাহার, সংগীত পরিচালনা করেছেন এম আর মিলন চিশতী ! গানটি সিনে লুকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে!
উল্লেখ্য মডেল প্রীতি জান্নাত মিডিয়াতে অনেকদিন ধরে নাটক, মিউজিক ভিডিও, টিভিসি, ওভিসি, সহ অসংখ্য কাজ করেছেন! আরজে সাইমুর এর পরিচালনায়
স্বদেশ টিভির কয়েকটি নাটকে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন প্রীতি জান্নাত!

**
read more news
***–

বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য আগামী ২৩ জুলাই থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ নেয়া বাধ্যতামূলক করেছে সরকার।

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই ২০২০ তারিখে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে কারণে বিদেশ গমনেচ্ছু যাত্রীদেরকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়।

১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নে বর্ণিত ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড-১৯ টেস্ট করাবেন: ১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, ২. বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম, ৩. কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি), ৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা, ৫. ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা, ৬. ইন্সটিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা, ৭. ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা, ৮.নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ, ৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা, ১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া, ১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ, ১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া, ১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশা

About Saimur Rahman

Leave a Reply