সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রি নীলের জন্মদিন পালন
বিনোদন ডেস্ক: ১৬ আগস্ট ছিল মডেল ও সম্ভাবনাময়ী অভিনেত্রী আদ্রিয়া নীলের শুভ জন্মদিন।
সম্ভাবনাময়ী মডেল অভিনেত্রী নীল তার জন্মদিন বনানীর একটি রেস্টুরেন্টে পালন করেছেন।
মডেল-অভিনেত্রী নীলের শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন স্বদেশ নিউজ২৪ ও সাপ্তাহিক স্বদেশ কন্ঠ পত্রিকার সম্পাদক এবং রেডিও স্বদেশ ও স্বদেশ টিভির চেয়ারম্যান আরজে সাইমুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক, মডেল, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক ও নীলের কাছের বন্ধুরা। নীল তার জন্মদিনে সকল দর্শক ও শুভাকাঙ্খীদের দোয়া চেয়ে জানান
আমি ভবিষ্যতে সুন্দর সুন্দর ভাল কাজ দর্শকদের উপহার দিতে পারি, যাতে আমি আমার ভাল কাজগুলোর মাধ্যমে দর্শকদের হৃদয়ে বেচে থাকতে পারি, অনেক অনেক ধন্যবাদ আমার সকল দর্শক ও শুভকাঙ্খীদের যাদের ভালবাসায় আজ আমি আদ্রিয়া নীল।
লাস্যময়ী এই মডেল আজকের ১৬ আগস্ট রাজশাহীতে জন্ম গ্রহন করেছিলেন, তিনি ২০১৬ সালে অভিনয় ও উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেন।
পড়াশুনার পাশাপাশি নিজেকে মিডিয়াতে কাজ করছেন ও স্বপ্ন একজন সফল ও দক্ষ অভিনেত্রী হওয়া। তিনি নিজেকে ধীরে ধীরে নিজেকে তৈরী করছেন। ইতিমধ্যে তিনি অনেক কাজ করেছেন- বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড এর ফটোশুট, মিউজিক ভিডিও, নাটক ও সিনেমাতে কাজ করেছেন আদ্রিয়া নীল। এছাড়াও বর্তমানে একাধিক কাজ করছেন যা শ্রীঘ্রই প্রকাশিত হবে।