নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ ২ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে প্রযোজনা প্রতিষ্ঠান স্প্লাশ এর ব্যানারে চরম সত্য ওয়েব ফিল্ম এর কেক কেটে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চরম সত্য ওয়েব ফিল্ম এর সংশ্লিষ্ট অভিনয়শিল্পী,পরিচালকসহ অন্যান্য মেম্বার ও সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রকাশনা অনুষ্ঠান হয়।
প্রকাশনায় ভারচুয়ালভাবে ভিডিও উইস করেন স্প্লাশ এর প্রতিষ্ঠাতা জুয়েল ও নুদরাত তাহসিন, অভিনেত্রী তানিয়া আহমেদসহ আরো অনেক মিডিয়া ব্যক্তিত্ব্রা।
এতে অভিনয় করেছেন আরেফিন জিলানী, ঈষিকা ও পাপিয়া জেসমিন। চরম সত্য এর কাহিনী ও পরিচালনা করেছেন তানভীর অভি, চিত্রনাট্য যারীন অদিতি ও চিত্রগ্রহন করেছেন এইচ এম জামান।
চরম সত্য এই নাটকে ছোট্র একটা জীবন শিরোনামে
গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন।
ভিডিও সম্পাদনা ও রঙ বিন্যাসে ছিলেন এইচ এস মিথুন
শিল্প নির্দেশনায় ছিলেন নিক্সন, রুপসজ্জায় মিলন, প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সিরাজুল ইসলাম সজিব।
প্রযোজনা ব্যবস্থাপনায় ছিলেন শোয়েব ইসলাম স্বাধীন।
এই ওয়েব ফিল্মে মূলত সামাজিক চলমান ব্যাধি, ধর্ষন কিংবা নারী নির্যাতনের অলক্ষ্যে একটা মেয়ের জীবনে, একটা মানুষের জীবনে যে কি পরিমান বাঁধা উপস্থিত হয়, মূলত সেই নৈঃশব্দের বেদনা নিয়েই চরম সত্য। গল্পটির মাধ্যমে ধর্ষিতার প্রতি নিজের অজান্তে প্রচলিত ঘেন্নার যে হীংস্র নিয়ম মেনে চলা হয় সেটা ভাঙতে চাওয়া হয়েছে, সেই তথ্য মানুষের কাছে পৌছে দিতে চেষ্টা করা হয়েছে।