সম্পাদনায়-আরজে সাইমুরঃ
মেয়েদের ফ্যাশনেবল পোশাকের জন্য ‘আনজারা’ খ্যাতি কুড়িয়েছে বেশ কিছুদিন হলো। বনানীতে একটি শাখা থাকলেও এবার তারা উদ্বোধন করতে যাচ্ছে দ্বিতীয় শাখা। ‘আনজারা ব্রাইডাল’ শীর্ষক নতুন শাখাটিও বনানীতেই অবস্থিত। আসছে ৪ জানুয়ারি বনানীর ১১ নম্বর সড়কে অবস্থিত শাখাটি স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধন করা হবে।
আনজারা কর্তৃপক্ষ জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের দুটো পর্ব থাকছে। প্রথম অংশে বেলা ২টা থেকে শুরু হবে পিঠা উৎসব। যা চলবে রাত ১০টা পর্যন্ত। দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ব্রাইডাল র্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রাত ৯টায় কেক কাটা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অনুষ্ঠানের র্যাম্প শো পরিচালনা করবেন বুলবুল টুম্পা। শোবিজের তারকারা আয়োজনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত বলে নিশ্চিত করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মেহেদী পার্টনার হিসেবে আছে নেহাজ মেহেদী ডিজাইন, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পার্টনার ড্রিম ওয়েভার, জুয়েলারি পার্টনার স্পার্কলি ক্লসেট ও অনলাইন নিউজ পার্টনার স্বদেশনিউজ২৪.কম