Breaking News
Home / ভিডিও / ক্যামেরাতে ধরা না পড়লে আপনি হয়তো বিশ্বাসই করতেন না।। দেখুন ভিডিওতে

ক্যামেরাতে ধরা না পড়লে আপনি হয়তো বিশ্বাসই করতেন না।। দেখুন ভিডিওতে

ক্যামেরাতে ধরা না পড়লে আপনি হয়তো বিশ্বাসই করতেন না।। আমাদের আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা কিনা ক্যামেরাতে ধরা না পড়লে আপনি বিশ্বাসই করতেন না। তারপরও ঘটে বিভিন্ন অদ্ভুত ঘটনা।

বর্তমানে সিসি ক্যামেরা লাগানো থাকে সব জায়গায়। এসবে সিসি ক্যামেরায় মাঝে মাঝে ধরা পড়ে এমন সব আজব ঘটনা যা আপনি বিশ্বাস করতে পারবেন না।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

চীনামাটির বাটির দাম ২৫০ কোটি টাকা!

চীনে অষ্টাদশ শতকের কুইং রাজবংশের সময়কার একটি অত্যন্ত দুর্লভ বাটির সন্ধান মিলেছে। বাটিটি নিলামে প্রায় ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার নিলামকারী সংস্থা সোথবির এই বাটিটি নিলামে তোলে। নিলাম প্রক্রিয়া খুব বেশি সময় ধরে চলেনি। অল্পসময়ের মধ্যেই নিলামে বিক্রি হয়ে যায় ওই বাটি।এই বাটি কুইং রাজবংশের কাঙজি নামে শাসকের। তা ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকায় নিলামে বিক্রি হয়েছে।

সোথবি এশিয়ার প্রধান নিকোলাস চাউ বলেছেন, ১৮ শতকের প্রথম দিকে সম্রাট এই বাটি ব্যবহার করতেন। এই বাটির উপরিভাগের আকার ৬ ইঞ্চি। এতে রয়েছে চীনের ঐতিহ্যশালী নকশার কাজ।

বাটির গায়ে যে ফুলের নকশা রয়েছে তা ড্যাফোডিল ফুলের মতো। এ ধরনের নকশা সাধারণত চীনের মাটিতে তৈরি বাসনে দেখা যায় না।

About Admin Rafi

Leave a Reply