Breaking News
Home / ভিডিও / অত্যন্ত শিক্ষনীয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছোটরা দেখবেন না

অত্যন্ত শিক্ষনীয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছোটরা দেখবেন না

পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছোটরা দেখবেন নাঃ মিডিয়া হলো সমাজের দর্পন। প্রতিনিয়ত আমাদের সমাজে যা ঘটে চলে তাই পর্দায় তুলে ধরা হলো মিডিয়ার কাজ। পর্দার আড়ালেও আমাদের সমাজে ঘটে অনেক

ঘটনা যা আমাদের চোক্ষগোচর হয় না। সমাজের  অনেক কালো অধ্যায় যা লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। যা মিডিয়া আমাদের সামনে তুলে আনে।  এই ভিডিওটি যদিও ১৮+ তবে শিক্ষনীয়। ভিডিওটি সম্পূর্ন দেখবেন। সম্পূর্ন না দেখলে বুঝবে না।

ভিডিওটি দেখতে নিচে  ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

‘আমার সাথে থাকবেন, কত টাকা লাগবে?’

সরকারি হিসেবে দেশে যে আট কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন তার বড় অংশই নারী। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত ফোরামে পুরুষদের যত জোরালোভাবে তাদের মতামত প্রকাশ করতে দেখা যায়, সেই তুলনায় নারীদের সংখ্যা

একেবারেই নগণ্য।নারী বলছেন, তারা যেকোনো মতামত প্রকাশের ক্ষেত্রে কিংবা পাবলিক পোস্টে কমেন্টের ক্ষেত্রে নানা ধরনের হয়রানির মুখে পড়েন, নানা বাজে মন্তব্যের শিকার হতে হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুরুষ যত সহজে

তার মতামত প্রকাশ করতে পারেন, একজন নারীও কি সেভাবে পারেন? নারীদের অনেকেই উত্তরে বলছেন ‘না’। কেন?রত্না আক্তার নামে একজন বলেন,

তিনি ফেসবুকে প্রায়ই বিভিন্ন বিষয়ে লিখতেন কিন্তু এখন আর সহজ বোধ করেন না, তার ব্যক্তিগত মতামত সামাজিক মাধ্যমে তুলে ধরতে। কারণ ট্রল করা হয়, বাজে মন্তব্য করা হয়।

About Admin Rafi

Leave a Reply