Breaking News
Home / বাংলাদেশ / মেহজাবিন ভাসছেন শুভেচ্ছায়

মেহজাবিন ভাসছেন শুভেচ্ছায়

বেশ সতর্ক অবস্থায় আছেন অভিনেত্রী মেহজাবিন। কাজের ব্যপারে তার এই বাড়তি সতর্কতা। এবারের ঈদে বেছে বেছে এক ডজন নাটকে অভিনয় করেছেন। মেহজাবিন জানান, চাইলে ৩০টিরও বেশি নাটকে অভিনয় করতে পারতাম। কিন্তু চেয়েছি ভালো কিছু কাজ উপহার দিতে।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকের মাধ্যমে গত বছর ঈদে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন।
এবারের ঈদে একই নির্মাতার ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিটি প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করে শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী মেহজাবিন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে ‘বড় ছেলে’ নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছিলেন মেহজাবিন। এবার নিশোর সঙ্গে ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এই টেলিছবিতে গান গেয়েছেন মাহতিম শাকিব। গানটির শিরোনামও ‘বুকের বাঁ পাশে’। লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। ঈদে এনটিভিতে প্রচার হয়েছে টেলিছবিটি।
মেহজাবিন এখন নতুন বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানা গেছে।
এছাড়া আগামী ঈদের জন্যও তার হাতে রয়েছে নাটক-টেলিছবিতে অভিনয়ের অফার। সেখানেও বেশ সতর্ক থাকতে চান এই অভিনেত্রী। বেছে বেছে ভালো কিছু কাজ করতে চান।

নিজের কাজের ব্যাপারে বরাবরই বেশ সচেতন এই অভিনেত্রী। ফলে দর্শকের কাছেও রয়েছে তার বাড়তি গ্রহণযোগ্যতা।

 

 

About News Desk

Leave a Reply