Breaking News
Home / ইসলাম / ১১৫ হজযাত্রীর টাকা আত্মসাৎ, হঠাৎ দুদকের অভিযান

১১৫ হজযাত্রীর টাকা আত্মসাৎ, হঠাৎ দুদকের অভিযান

কিছু অসাধু সরকারি কর্মকর্তা বা কর্মচারির যোগসাজশে একটি হজ এজেন্সির নামে দালালচক্র ১১৫ জন হজযাত্রীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ আসার পর অভিযানে নেমেছে দুদক।

দুর্নীতি দমন কমিশন- দুদক বলছে, তাদের জরুরি কল অভিযোগ সেন্টারে এমন তথ্য আসার পর দুদকের একটি এনফোর্সমেন্ট টিম আজ রোববার (২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের মদিনা টাওয়ারে অবস্থিত ‘আল মুজদালিফা এভিয়েশন’ নামে এক হজ্ এজেন্সিতে আকস্মিক অভিযান চালায়।

সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ ৭ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেন। দুদক টিম অভি্যানকালে চারজন হজযাত্রীর কাছ থেকে অভিযোগ ও তথ্য গ্রহণ করে।
এছাড়া এজেন্সির ট্রেড লাইসেন্স ও ই-টিআইএনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়।

এ অভিযোগের আওতাভুক্ত ১১৫ জন হজযাত্রীর নিবন্ধনের জটিলতা নিরসনের উদ্যোগ নেয়া হবে মর্মে এজেন্সির কর্মকর্তা জানান।
এছাড়া উল্লিখিত এলাকায় অবস্থিত আরও তিনটি এজেন্সিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পায় দুদক।
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, হজযাত্রাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই দুদকের এ অভিযান। চলতি বছরে হজ কার্যক্রম যেন দুর্নীতি ও হয়রানি মুক্ত হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত রাখা হবে।

About News Desk

Leave a Reply