Friday, April 19

ওয়েবে তারকাখ্যাতির দাম নেই – মাহিয়া মাহি

সম্প্রতি দেশের একটি নতুন ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ওয়েব সিরিজ ‘মরীচিকা’। সিরিজটি পরিচালনা করেছেন গুণী পরিচালক শিহাব শাহীন। এই ওয়েব সিরিজ থেকে থেকে কেমন সাড়া পাচ্ছেন? মাহি বলেন, খুবই ভালো। ফেসবুক জুড়ে শুধু মরীচিকা আর মরীচিকা। শিহাব শাহীন অসাধারণ একজন পরিচালক। তার সৃষ্টি খুবই চমৎকার। কেউ যদি সিরিজটি নিয়ে আলোচনা না করতো তাহলে সেটা দুঃখের বিষয় ছিল। আশ্চর্য হতাম।

ওটিটিতে কাজ শুরু করেছেন? নতুন এ মাধ্যমে কাজ করে কী মনে হয়েছে? মাহি বলেন, সবাই তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতেন না। ভালো কনটেন্ট হলে তারা সাবস্ক্রাইব করে দেখছেন। প্রতিযোগিতা বেড়ে গেছে আসলে। অনেক বেশি ভালো কাজ করতে হবে। আমার কাছে মনে হয়, ওয়েবে ফেস ভ্যালু বা তারকাখ্যাতির দাম নেই। যারা ভালো কাজ করবে তারাই টিকে থাকবে। এটা আসলে রিস্কের বিষয়। তবে ওটিটি প্লাটফর্মকে আমি এপ্রিশিয়েট করি। হলিউড, বলিউড সবাই যেহেতু স্রোতে গা ভাসিয়েছে। আমরা কেন নয়? তবে সিনেমা হলে সিনেমা দেখার তো আলাদা মজা। কিন্তু হলে তো দীর্ঘদিন আপনার সিনেমা মুক্তি পাচ্ছে না! এ বিষয়ে মাহি বলেন, সিনেমা হলে ছবি মুক্তির আনন্দ অন্যরকম। সেটা মিস করি। ওটিটিতে ‘এইডা কপাল’ নামের একটা প্রোডাকশন আপনার প্রযোজনায় নির্মিত হয়েছে। সামনে এই মাধ্যমে আরও প্রযোজনা করবেন? এ নায়িকা বলেন, মাঝে মাঝে এক-দুইটা করতে পারি। কিন্তু খুব একটা ভালো লাগে না। প্রযোজনা আসলে একটা পেইন। আমার অভিনয় করতেই ভালো লাগে। কোরবানি ঈদ চলে এলো। পরিকল্পনা কী? মাহি বলেন, ঘর থেকে তো বের হওয়ার সুযোগ নেই। তবে কোরবানি দিব৷ প্রত্যেক বছর দেয়া হয়। কিন্তু বন্ধুদের কিংবা আত্মীয়-স্বজনদের বাসায় যাওয়া, সেটা মনে হয় না করা হবে।

Leave a Reply