Thursday, March 28

পানির ট্যাংকে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

হাজীগঞ্জ বাজারের হকার্স মাকের্টের বকুলতলা রোডে মো. বারেক হাজির নির্মিত ভবনের পানির ট্যাংকে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে পানির ট্যাংকের ছাদের বাঁশ খুলতে গিয়ে অক্সিজেন সংকটে দুর্ঘটনার শিকার হন দুই ভাই গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)।

তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘি গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।

ভবনের মালিক বারেক হাজি জানান, দুই ভাই ভবনের কাজ করতে আসেন। ছোট ভাই মোহন আলী প্রথমে ট্যাংকে নামেন। পরে তাকে উদ্ধার করতে বড় ভাই ট্যাংকে নেমে পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বড় ভাই রাব্বানী কনট্রাক্টর হিসেবে এই ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিলেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম জানান, প্রথমে পানির ট্যাংকে ছোট ভাই অক্সিজেন সংকটে আর উঠতে পারেননি। পরে বড় ভাই তাকে বাঁচাতে নেমে অক্সিজেন সংকটে পড়েন। তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেন। তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় কনট্রাক্টর হিসেবে বিভিন্ন ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।

Leave a Reply