Friday, April 19

লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বিসিবি সভাপতি

লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার লন্ডনের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে ক্রিকেটের এ শীর্ষ কর্তার। গতকাল এ খবর নিশ্চিত করেন বিসিবি’র পরিচালক ইসমাইল হায়দার। বিসিবি সভাপতির সঙ্গে লন্ডনে অবস্থানরত বোর্ড পরিচালক ইসমাইল হায়দার বলেন, ‘সভাপতির মাত্র কালই (বুধবার) অস্ত্রোপচার হয়েছে, আজ (বৃহস্পতিবার) কেবিনে দেয়া হয়েছে। তিনি ভালো আছেন। আমি আগামী সপ্তাহে দেশে চলে আসবো। তাকে বোধ হয় এ মাস থাকতে হবে।’ গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘লন্ডনে আমাদের সভাপতির প্রোস্টেটের (মূত্রাশয় ও মূত্রনালী) সফল অস্ত্রোপচার হয়েছে। আরো আগেই তার লন্ডনে যাওয়ার কথা ছিল বিসিবি সভাপতির।

কিন্তু কোভিডের কারণে ওই সময় তিনি যেতে পারেননি।’ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে জানানো হয় যে তার প্রোস্টেটের অস্ত্রোপচার প্রয়োজন।

Leave a Reply