Friday, March 22

লা লিগায় ৩৪তম বারের মতো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

মঞ্চ প্রস্তুত ছিল। তাতে আলো ছড়ালো রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে ৩৪ তম বারের মতো লা লিগার শিরোপা জিতেছে জিনেদিন জিদানের রিয়াল। সবশেষ লা লিগা শিরোপাটাও দুই মৌসুম আগে জিদানের হাত ধরেই এসেছিল। খেলোয়াড় হিসেবে একবার লা লিগা জিতেছিলেন জিদান। কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো লা লিগা জিতে ছাড়িয়ে গেছেন নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারও।

রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে। একমাস আগেও জিদানের দল ছিল লীগ টেবিলের দ্বিতীয় স্থানে। সেখান থেকে শিরোপার মঞ্চে উঠতে হলে রিয়ালকে করতে হতো দারুণ কিছু। সেটা করেও দেখিয়েছে।

প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে ধরে নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদ টানা ১০ ম্যাচে জয় তুলে নিয়ে একম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করলো।

আরো পড়ুন: জিদানের কাছে লা লিগার শিরোপা জয় চ্যাম্পিয়ন্স লীগের চেয়েও বেশি আনন্দের

সান্তিয়াগো বার্নাব্যুতে সংস্কার কাজ চলায় গত জুনে লা লিগা ফেরার পর রিয়াল মাদ্রিদ তাদের হোম ভেন্যু বানিয়েছে অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামকে। দর্শকশূন্য স্টেডিয়ামে শিরোপা উৎসব কিছুটা রঙ হারালেও উচ্ছ্বাস-উল্লাসের কমতি ছিল না সার্জিও রামোস-করিম বেনজেমাদের।

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ে এই নিয়ে একাদশ শিরোপা জিতল ইউরোপের সফলতম ক্লাবটি। প্রথম মেয়াদে ৯টি; আর এবার এটি দ্বিতীয়। গত জানুয়ারিতে উয়েফা সুপার কাপ জিতেছিল তারা।

Leave a Reply