Thursday, April 18

লুহানস্কে চলছে ভারি গোলাবর্ষণ, নিহত ১০

ইউক্রেনের দক্ষিণ-পূর্ব লুহানস্ক অঞ্চলজুড়ে রাশিয়ার গোলাবর্ষণ চলছে। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন।

সোমবার রাতে থেকে এই গোলাবর্ষণ চলছে বলে নিশ্চিত করেছে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই। খবর আলজাজিরার।

সেরহি হাইদাই জানিয়েছেন, গোলাগুলিতে সেভেরোডোনেৎস্ক শহরের একটি বড় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের নদীর পাশে দাঁড়িয়ে আছেন রুশ সেনারা। গত কয়েক দিন ধরে পার হওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, রুশ বাহিনী লুহানস্কে অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরও ১০টি শহর, গ্রামের অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ব্যক্তিগত আবাসন,
অনেক দোকানের ওপর গোলাবষর্ণ চালাচ্ছে তারা।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রসান শুরু করে। তিন মাস পার হলেও এই যুদ্ধ অব্যাহত রয়েছে। এ পযর্ন্ত ৬০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছেন।

Leave a Reply