যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গর্ভপাত বিরোধী অবস্থানের পাল্টা অবস্থান নিচ্ছে নেদারল্যান্ডস। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওইসব আন্তর্জাতিক গ্রুপগুলোকে অর্থায়ন নিষিদ্ধ করেন যারা নারীদের গর্ভপাতের বিষয়ে পরামর্শ দেয়। এর পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডস সরকারের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়েনে প্লুমেন। তিনি বলেছেন, তিনি একটি আন্তর্জাতিক তহবিল গঠন করতে চান। এ তহবিল হবে আন্তর্জাতিক পর্যায়ের। এটা ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ, গর্ভপাত, নারী শিক্ষায় অর্থ সহায়তা দেয়া হবে। তিনি পরিস্কার করে বলেন এটা হবে ডনাল্ড ট্রাম্পের ঘোষিত নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন। এরপরই প্রথম অগ্রাধিকার বিষয়ক যে কয়েকটি আদেশে তিনি স্বাক্ষর করেছেন তার মধ্যে এটি অন্যতম। এটি ‘মেক্সিকো সিটি পলিসি’ বা ‘গ্লোবাল গ্যাগ’ নামে পরিচিত। যেসব আন্তর্জাতিক সহায়তা গ্রুপগহুলো নারীদের গর্ভপাতের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করে তাদেরকে অর্থায়ন নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তারা যাতে এ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে সে জন্য ট্রাম্প ওই নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু তার বিপরীতে দাঁড়িয়েছেন মিসেস লিলিয়েন প্লুমেন। তিনি বলেছেন, তিনি যে তহবিল গঠন করতে চান তাতে অর্থ সহায়তা দেবে বিভিন্ন সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন। তিনি তার সহকর্মীদের উদ্দেশে বলেন, ট্রাম্পের এই নিষেধাজ্ঞার রয়েছে সুদূর প্রসারী পরিণতি। প্রথমত. যদি কোনো নারী সন্তান নিতে চান এটা তার সিদ্ধান্তের বিষয়। বিষয়টি তার স্বামী, সন্তান ও সমাজের বিষয়ও। নিষেধাজ্ঞার মাধ্যমে গর্ভপাত কমবে বলে মনে হয় না। নিষেধাজ্ঞার কারণে পর্দার আড়ালে এ চর্চা চলবে। তাতে অধিক নারীর মৃত্যু হবে। উল্লেখ্য, নারীদের গর্ভপাতে সহায়তা বা পরামর্শ দিয়ে থাকে মেরি স্টোপস ইন্টারন্যাশনাল নামের একটি গ্রুপ। ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় তারাও পড়েছে। ফলে তাদের অর্থায়নও বন্ধ হতে পারে। তারা বলছে, গর্ভপাতের এমন নিষেধাজ্ঞাকে ফাঁকি দিতে গিয়ে দিনে ১৪ জন নারী মারা যেতে পারেন। উল্লেখ্য, রিপাবলিকান প্রশাসনের অধীনে ‘মেক্সিকো সিটি পলিসি’ একটি প্রচলিত রীতি হিসেবে পরিচিত। রিপাবলিকান প্রেসিডেন্টদের অধীনে এটি কার্যকর করা হয়েছিল এর আগে। তবে তা বাতিল করেছিল পূর্ববর্তী ডেমোক্রেট সরকারগুলো। পরে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে তা কার্যকর করা হয়। কিন্তু তারপরেই ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আবার এটা বাতিল করেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধের এ আদেশের সমালোচনা করেছে নারী অধিকার ও স্বাস্থ্যসেবা দানকারী গ্রুপগুলো। তারা মনে করছে, এ নীতির অধীনে অসংখ্য নারী ও যুবতীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।