Thursday, March 28

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় কারা দায়ী??

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় কারা দায়ী, তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল রোববার ইস্টার সানডের সকালে দেশটির তিনটি গির্জা ও তিনটি হোটেলে পরপর বোমা হামলা হয়। পরে আরও দুটি স্থানে বোমা হামলা হয়।

আটটি স্থানে গতকালের বোমা হামলায় ২৯০ জন ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। আহত পাঁচ শতাধিক।
হামলার দায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

সমন্বিত এই রক্তক্ষয়ী হামলা কারা চালিয়েছে, সে ব্যাপারে দেশটির সরকার আজ সোমবার সকাল পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে পারেনি।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ধারণা করছে, কয়েকটি স্থানে বোমা হামলায় আত্মঘাতী কৌশল ব্যবহার করা হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা আজ জানায়, হামলার ঘটনায় এখন পর্যন্ত তারা ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কারা, কী তাদের নাম-পরিচয়, তা জানায়নি পুলিশ।

দেশটির পুলিশ গতকালই জানায়, হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তারা জানাল, এই সংখ্যা ২৪।

গতকাল পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলে, রাজধানী কলম্বো ও তার আশপাশের এলাকা থেকে ১৩ জনকে ধরা হয়। তারা একই উগ্রবাদী গোষ্ঠীর লোক।

পুলিশ বলছে, হামলার জন্য যারা দায়ী, তাদের ধরতে অভিযান চলছে।

গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, এখন তাঁর সরকারের প্রধান কাজ হামলাকারীদের ধরা।

Leave a Reply