Friday, April 19

ভারতের চেয়েও আফগানিস্তানকে বেশি লক্ষ্য দিলো বাংলাদেশ !

ভারতের বিপক্ষে একই মাঠে, একই উইকেটে খেলেছিল আফগানিস্তান। গত শনিবার আফগানিস্তানকে হারাতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল শক্তিশালী ভারতকে। যেখানে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে মাত্র ২২৪ রান!বিশ্বকাপের শেষদিকে এসে যেন জ্বলে উঠেছে আফগানিস্তান। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফেললেও জয়শূন্য দলটি। তাই স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য হতে পারে বাংলাদেশ।সাউদাম্পটনে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। আবহাওয়ার সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত গুলবাদীন নাঈবের।শেষ পর্যন্ত সুবিধাটা নিলোই তারা। বাংলাদেশকে শুরু থেকেই চেপে ধরেছিল মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, গুলবাদীনরা।দুই উদ্বোধনীর জুটি ভাঙে দলীয় ২৩ রানে। লিটন দাস ১৬ রানে সাজঘরে ফেরেন মুজিবের বলে বিতর্কিত সিদ্ধান্তে। তামিমকে ফেরান ৩৬ রানে মোহাম্মদ নবী।তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান আসে মুশফিক আর সাকিবের জুটি থেকে। সাকিব খেলেন ৬৯ বলে ৫১ রানের ইনিংস। তাতে বিশ্বকাপে নিজের ১ হাজার রান পূর্ণ করেন। এছাড়া এই বিশ্বকাপে আবারও নিজের নাম লেখান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে।বাকি পথ মুশফিক পাড়ি দেন মাহমুদুল্লাহ, মোসাদ্দেককে সঙ্গে নিয়ে। মাহমুদুল্লাহ বিদায় নেন ২৭ করে, মোসাদ্দেকের ব্যাটে আসে ৩৫ রান।মুশফিকের ব্যাটে আসে ৮৭ বলে ইনিংসের সর্বোচ্চ ৮৩ রান। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে বাংলাদেশ। আপাতত এটাই শক্তি, ভারতের চেয়ে রান এসেছে বেশি।আফগানদের হয়ে মুজিব নেন ৩ উইকেট। ২টি নেন গুলবাদীন নাঈব আর ১টি করে উইকেট নেন দওলত যাদরান, মোহাম্মদ নবী ও রহমত শাহ

Leave a Reply