Friday, December 13

আইপিএলে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার! দেখে নিন কে কে আছেন…

সাকিব আল হাসান কয়েক বছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলে যাচ্ছেন। বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল মাতিয়ে আসছেন সাকিব। গত বছর হায়দরাবাদের জার্সিতে আইপিএলে যুক্ত হয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবার নতুন করে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলতে পারেন।

সাকিব-মোস্তাফিজ তো আছেনই, নতুন ছয় বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে উঠেছেন এবার। ছয় ক্রিকেটার হলেন-তামিম ইকবাল, মাহমুদুউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। ছয় জনেরই ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

এই ছয় ক্রিকেটারকে এবার আইপএলের দলগুলো কিনলে এক সাথে আট বাংলাদেশি ক্রিকেটার বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলবেন।

সম্প্রতি টি-টোয়েন্টি পারফরম্যান্স দেখেই নিলামে বিবেচনা করার কথা। আর টি-টোয়েন্টি ক্রিকেটটা সম্প্রতি দুর্দান্তই খেলেছেন তামিম, রিয়াদ, সাব্বিররা। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ম্যাচ কম খেলেই সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তামিম ইকবাল। ১৩ ম্যাচে ৪৭৬ রান করেছিলেন।

বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এর পরেই ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ বল হাতেও দুর্দান্ত ছিলেন বিপিএলে। আর সাব্বির রহমান ছিলেন তিন নম্বরে। এছাড়া তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও এনামুল হক বিজয়রাও দারুণ খেলেছিলেন গত বিপিএল।

Leave a Reply