
আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে থাকছেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার এমন ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ইনজুরি ফেরত পেসার মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে থাকলেও সব ম্যাচে খেলতে দেখা যায়নি তাকে। আর ভারত সফরে একমাত্র টেস্টেও খেলেননি বাংলাদেশের এ পেস সেনসেশন। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সর্বশেষ ঘরোয়া প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) আেস্তাফিজুর রহমানের পারমেন্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, সেন্টাল জোনের বিপক্ষে তার বোলিং নৈপুণ্য দেখে আমি খুশি। আমি মনে করি সে তার বোলিং ছন্দ খুঁজে পেয়েছে। তাই তার চতুর্থ রাউন্ডের ম্যাচ (বিসিএল) খেলার প্রয়োজন দেখি না। এখন দেখছি তাকে টেস্ট দলে রাখা হবে কি না। তবে আমি মনে করি শ্রীল্কংা সফরে পূর্ণাঙ্গ সিরিজে খেরার জন্য সে প্রস্তুত।