Tuesday, September 17

তাহিরের স্পিনে ঘায়েল নিউজিল্যান্ড

53904_amlaঅকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে সহজ আত্মসমর্পণ করলো নিউজিল্যান্ড। ইডেন পার্ক মাঠে এ ম্যাচে ১০৭ রানে গুঁড়িয়ে গেলো নিউজিল্যান্ডের ইনিংস। এতে স্বাগতিক কিউইরা দেখলো ৭৮ রানে হার। বল হাতে ৩.৫ ওভারের বিধ্বংসী স্পেলে ২৪ রানে পাঁচ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির। শুক্রবার অকল্যান্ডে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক কিউইরা। ইডেন পার্ক মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন । আর ১৮৫/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলা ৬২ ও অধিনায়ক ফাফ ডু প্লেসি করেন ৩৬ রান। কিউই বল হাতে পেসার ট্রেন্ট বোল্ট ও ডি গ্র্যান্ডহোম নেন দুটি করে উইকেট। জবাবে দলীয় ৩৮ রানে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের শীর্ষ তিন ব্যাটসম্যান ওপেনার ফিলিপস, উইলিয়ামসন ও ওয়ানডাউন ব্যাটসম্যান কলিন মানরো। সর্বোচ্চ ৩৩ রান করেন কিউই নবীন তারকা টম ব্রুস। আর ১০ নম্বরে ব্যাট হাতে ৬ বলে ২০ রান করেন টিম সাউদি। এতে সাউদি হাঁকান তিনটি ছক্কা। প্রোটিয়া বল হাতে দুই উইকেট নেন পেসার ক্রিস মরিস।

Leave a Reply