Sunday, April 28

“দুঃসময়”- সামস শাহজাহান।

“দুঃসময়”
সামস শাহজাহান।

ফণা মেলে,দুষ্ট সময়,নষ্ট দিন।
কী সৃষ্টিহীন,শোভনহীন,দুর্দিন..?
বাড়ে শুধু শিল্পের বোঝা-শিল্পীর ঋণ।
কী ভয়ংকর আশ্রয়হীন..?
শিল্পীর কাছে,শিল্পের প্রাঙ্গণ।
শিল্পের শোণিতে শুনি শিল্পীর করুণ ক্রন্দন ।
প্রকৃত শিল্প আজ বৃদ্ধ ঘোড়ার মতো খোঁড়া
তালুবন্দী তার নিজস্ব ব্যাকরণ।
অভিমানে,অভিঘাতে রচে স্ব নির্বাসন।
বসে দূর দ্বীপে;আপনহারা বাঁকে
দুঃখের দীর্ঘ ধোঁয়াশা ধ্রুবক আঁকে।
শিল্পের পলেস্তারায় লেপে শোক সংহিতা
কালের কাঁখে।
আত্মহননের প্রহর ফেরে বুঝি চোখে চোখে
খুন রাঙা পোশাকে।
অবিরাম ফেরে আশ্রয়হীন দিশাহীন
কলুষ প্রহর-আততায়ী দিন।
বক ধার্মিকের সমূহ সমাগমে মসজিদ
মন্দির একাট্টা;শিল্প ও খাবে চেটে।
পুরো বাজেট যাচ্ছে চলে পা চাটাদের পেটে।

কোথায়,আর কার কাছে যাবো..?
বলো,আপন শির কতোটা নোয়াবো..?
কতোটা আণত হলে পাবে তৃপ্তি..?
বায়ান্ন,একাত্তরের চেতনা,তার দীপ্ত,দীপ্তি;
উজ্জ্বল ইতিহাস,কতোটা দিতে হবে বিসর্জন…?
কি করে চাও,মোচে দিতে শিল্পের পুরো
অবয়ব,সৌন্দর্য ও আকৃতি…?
এবং সমূহ লাবণ্য,কান্তি ও দ্যুতি।
এতো স্পর্ধা,হে বিপন্ন সময়,কি করে পোষ..?
কি করে করো,এতটা পীড়িত,ক্লিষ্ট..?
কতোটা আণত হলে মুক্তির স্বাদ পাবে ,ক্রুশবিদ্ধ
যিশু,তার সমূহ কষ্ট..?
হে বিপন্ন দিন হতে চাও আরো কতো পাষণ্ড
কতো কাল,বাঁকাবো ঘাড়,মেরুদণ্ড..?
আশৈশব! আজন্ম!! আমৃত্যু!!!
Aa

Leave a Reply