Monday, December 9

দুই বোনকে বিয়ে করে নিজেদের ঘরে তুললেন বাবা-ছেলে! বিস্তারিত দেখুন…

ছেলেকে বিয়ে করাতে নিয়ে গিয়ে পাত্র হলেন তার বাবাও। শুধু তাই নয়, ছেলের আগেই টোপর পড়ে বিয়ের আসরে বিয়ে সারতে হলো নিজের। হঠাৎ করে কেনই বা এমনটা করতে হলো বরের বাবাকে?

জানা গেছে, মেয়ের বাড়িতে সকল প্রস্তুতি নিয়ে হাজির বরপক্ষ। ছেলের সঙ্গে বাবা ও তার পরিবারও রয়েছেন। মেয়ে বাড়িতে সবই ঠিকঠাক, হঠাৎ বাধ সাধলেন মেয়ের মা। নিজের ছোট মেয়ের বিয়ের আগে বড় মেয়ের বিয়ে হতে হবে। যতদিন না বড় মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি।

ছেলেও নাছোড়বান্দা। বিয়ে করেই বাড়ি ফিরবে। তাই কোনো উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন ছেলের বাবা। আর এই অদ্ভুত প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা।

ব্যস, সবাই যখন রাজি তো কি আর বলবেন কাজি? বাবা-ছেলে একই আসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন। আর ভায়রা ভাই হয়ে দুই বোনকে নিয়ে তুললেন নিজেদের ঘরে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ সৌদিতে। স্থানীয় একটি পত্রিকা গত বুধবার এ সংবাদটি প্রথম প্রকাশ করে।

Leave a Reply