Saturday, October 12

মুমিনুল অধিনায়ক, সহ-অধিনায়ক নাসির

ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক মুমিনুল হক সহকারী করা হয়েছে নাসির হোসেনকে। বহুল আলোচিত ৮ দলের ইমার্জিং এশিয়া কাপ শুরু হবে ২৭ মার্চ থেকে। বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে খেলবে এশিয়ার টেস্ট খেলুড়ে চার দলÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে আফগানিস্তান, মালয়েশিয়া, হংকং ও নেপাল। অবশ্য টেস্ট খেলুড়ে চার দলের অনূর্ধ্ব-২৩ দল খেলবে। এছাড়া এশিয়ার বাকি চারটির জাতীয় দল খেলবে। বাংলাদেশের ১৫ সদস্যের দলে আছেন একদিনের ম্যাচে জাতীয় দলে খেলা চার খেলোয়াড়- মুমিনুল হক, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। ৫০ ওভার ম্যাচের এ টুর্নামেন্টের জন্য দলে নেয়া হয়েছে টেস্ট দলে খেলা মেহেদি হাসান মিরাজকে। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়কের সঙ্গে আছেন নাজমুল হাসান শান্ত ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া যুব দলের আফিফ হোসেন ও আজমির আহমেদ। ২৭ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৩রা এপ্রিল। ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।

Leave a Reply