Monday, December 9

স্বপ্নের ‘মজার টিভি’ ইউটিউব চ্যানেলের সিলভার প্লে বাটন লাভ

স্বদেশকন্ঠ.কম: গত ৩০ মে ‘মজার টিভি’ ইউটিউব চ্যানেল সিলভার হাতে পায়। মূলত এক লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করায় দেশে আরো একটি ইউটিউব চ্যানেল ”মজার টিভি” সিলভার প্লে বাটন সম্মাননা পেলেন। ইউটিউবে জনপ্রিয় বাংলাদেশি চ্যানেল ইউটিউবার মাহসান স্বপ্নের ‘মজার টিভি’কে ইউটিউব কর্তৃপক্ষ সিলভার প্লে বাটন সম্মাননা প্রদান করেছে।

১৭ জুন ‘মজার টিভি’ ইউটিউব চ্যানেলে র সিইও এবং কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবার মাহসান স্বপ্ন এর জন্মদিন।

‘মজার টিভি’ ইউটিউব চ্যানেলের সিইও এবং কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবার মাহসান স্বপ্ন বলেন, আমরা অপেক্ষা করছিলাম ২ লাখ সাবস্ক্রাইবার লক্ষ্যপূরণের। মজার টিভি পরিবারে এখন ২ লাখের বেশি সাবস্ক্রাইবার। গত ৩০ মে সিলভার প্লে বাটন হাতে পেলেও সেটি অনুষ্ঠানিকভাবে উম্মোচন করিনি। আমরা চেয়েছি ২ লাখ সাবস্ক্রাইবার হলেই তাদের সঙ্গে নিয়েই এটি অনুষ্ঠানিকভাবে উম্মোচন করা হবে।

তিনি আরো বলেন, ইউটিউব থেকে এই সম্মাননা আমাকে কাজের গতি বাড়িয়ে দিয়েছে। সঙ্গে টিমও বড় করতে হবে, ছোট টিম নিয়ে আর বড় করা করা যাবে না সেটিও বুঝতে পারছি। এছাড়া দিন দিন কাজের দায়িত্ব বাড়ছে, বাড়ছে সাবস্ক্রাইবারদের ভালমানের কনটেন্ট দেবার প্রতিশ্রুতি। এছাড়া পরবর্তী টার্গেট সবার মতো আমারও গোল্ডেন প্লে বাটন। তাই আমি আমার মতো কাজ করে যাচ্ছি। ভাল কাজ করলে ইউটিউবের সব অ্যাওয়ার্ডই পাবো তা বিশ্বাস করি। এছাড়া আমার চাওয়া মজার টিভির সঙ্গে আগেও সবাই যেমন ছিল, ঠিক এখনও তেমনই থাকবেন আমাদের পথচলায়।

ইউটিউবার স্বপ্ন বলেন, ক্যারিয়ার হিসেবে ইউটিউব বা ইউটিউবার হয়ে ওঠা আমাদের দেশের প্রেক্ষাপটে একটি চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জ নিয়েই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি ইউটিউবকে। এমনিতেই বাংলাদেশ থেকে ইউটিউবে খুব বেশি আয় করা যায় না, তবুও আমি লেগে আছি, হাল ছাড়িনি।

এছাড়া আজ ১৭ জুন ‘মজার টিভি’ ইউটিউব চ্যানেলের সিইও এবং কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবার মাহসান স্বপ্ন এর জন্মদিন। সে উপলক্ষ্যে ‘মজার টিভি’ টিমের নানা ধরণের অনুষ্ঠানিকতা পালন করছে।

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব। ভিডিও দেখার জন্য সারাবিশ্বের মানুষের কাছে তুমুল জনপ্রিয় যুক্তরাষ্ট্রভিত্তিক এই ভিডিও প্ল্যাটফর্ম। ইউটিউবের প্রাণ যেহেতু ভিডিও, তাই ভিডিও কনটেন্ট তৈরি ও সরবরাহকারী জনপ্রিয় ভেরিফাইড চ্যানেলগুলোকে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ দিয়ে সম্মানিত করে তারা। সেই পুরষ্কারের অংশ হিসেবে ‘ইউটিউব সিলভার প্লে বাটন’ ট্রফি পেয়েছে ‘মজার টিভি’।

উল্লেখ্য, ১৬ আগস্ট ২০১৫ সালে মজার টিভি নামের এই ইউটিউব চ্যানেলটি যাত্রা শুরু করে। দ্রুত সময়ে জনপ্রিয়তা পাওয়া এই চ্যানেলটিতে রয়েছে ২ লাখ ৩ হাজারের বেশি সাবস্ক্রাইবার। ৯৭টি কনটেন্ট আপলোড করা হয়েছে এখন পর্যন্ত। এছাড়া মোট ভিউ হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৮৭ হাজারের বেশি বার। চ্যানেলটি মূলত শর্টফিল্ম, প্রাঙ্ক এবং সামাজিক সচেতনতামূলক ভিডিও নিয়ে কাজ করে।

Leave a Reply