Thursday, March 28

ভারতের বিপক্ষে প্রোটিয়া টি-টোয়েন্টি দল ঘোষণা

প্রথম বারের মতো ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজের শেষ ম্যাচ খুব একটা গুরুত্ব পাচ্ছে না দক্ষিণ আফ্রিকার কাছে।
ওয়ানডে সিরিজ হারলেও টি- টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী স্বাগতিকরা। সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। টি- টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন হেনরিক ক্লাসেন, জুনিয়র ডালা ও ক্রিস্টিয়ান জোনকার।
কিছুদিন পর ঘরের মাঠে পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সে সিরিজকে সামনে রেখে ভারতের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির নেই ভারতের বিপক্ষে সিরিজে। ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া এইডেন মার্করামও নেই সিরিজে। পঞ্চম ওয়ানডেতে দারুণ পারফর্ম করা হাশিম আমলাও বিশ্রামে। চোটের কারণে কুইন্টন ডি কক আছেন দলের বাইরে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : জেপি ডুমিনি (অধিনায়ক), ফারহান বেহারদিয়েন, জুনিয়র ডালা, এবি ডি ভিলিয়ার্স, রেজা হেনড্রিক্স, ক্রিস্টিয়ান জোনকার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ক্রিস মরিস, ডেন প্যাটারসন, অ্যারন ফানগিসো, আন্দিলে ফেলুকোয়োও, তাবরাইজ সামসি ও জন-জন স্মুটস।

Leave a Reply