Friday, April 19

বাবার কাছে লেখিকা মেয়ের ‘খোলা চিঠি’

প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় অনেক নারীকে। সেসব নারীদের গল্প নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে ‘প্রেরণায় নারীর গল্প’শিরোনামে তিনটি নাটক।
এই আয়োজনের দ্বিতীয় দিন প্রচার হবে নাটক ‘খোলা চিঠি’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, মাসুম বাসার প্রমুখ। আগামী ০৯ মার্চ, শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে এই নাটকটি প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যাবে, একজন লেখিকা তার বাবাকে লিখেছেন খোলা চিঠি। সেই চিঠিতে রয়েছে অনেক আবেগঘন কথা।

চিঠিটির শেষের দিকে মেয়েটি লিখেছে, আজ আমার প্রথম উপন্যাসের প্রকাশনা উৎসব। মনের কোনে একটু আশা, যদি তুমি সেখানে চলে আসো।

কথা দিচ্ছি একটিও প্রশ্ন করে তোমাকে বিব্রত করবো না। শুধু একবার তোমার মুখটা দেখবো, সেখানে এই মেয়েটির

জন্য কোনো অহংকার আছে কি না।

মেয়েটির প্রকাশনা উৎসবে তার বাবা এসেছিলো, শুনেছে মেয়ের আভিযোগ। কিন্তু জীবন যুদ্ধে জয়ী হয়ে ওঠা মেয়ে কি তাকে ক্ষমা করবে?

Leave a Reply