Monday, September 9

নবীণ শিল্পীদের নিয়ে মাহমুদ সানির মিক্সড এ্যালবাম “মনের শহর”

mahmud sunny 2সম্পাদনায়- সাইমুর রহমান: শীঘ্রই আসছে মাহমুদ সানি ফিচারিং “মনের শহর”। সব গানের সুর, সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক মাহমুদ সানি। এই মিক্সড এ্যালবামে গান গেয়েছেন- মাহমুদ সানি, হাসান, আরকে তুহিন, অথই অর্চনা ও দিনা। গানগুলো লিখেছেন আব্দুর রহমান রাজিব। এ্যালবামটি সেভেন টিউনের ব্যানারে প্রকাশিত হবে। মাহমুদ সানির “বন্ধুরে” গান ও মাহমুদ সানির সুর-সঙ্গীতে পড়শীর “লাজে মরি”, সানি- নওমির হৃদয়ের গল্প গান অনেক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে মাহমুদ সুর-সঙ্গীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করছেন। ইতিমধ্যে তার পরিচালিত অনেক মিউজিক ভিডিও দশর্কপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে মাহমুদ সানী ধারাবহিক ভাবে নবীন শিল্পীদের নিয়ে কাজ করছেন। আর তারই অংশ হিসেবে প্রকাশ করছেন তার নতুন মিক্সড এ্যলবাম। গানের মিউজিক ভিডিওটি ইতমধ্যে ইউটিউব আর ফেসবুকের কল্যাণে দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাহমুদ সানি বলেন, ‘আসলে অডিও ইন্ডাস্ট্রির ক্ষহিষ্ণু এই সময়ে প্রবীন শিল্পীরাই নানা ভাবে বাধাগ্রস্থ হচ্ছেন, পাইরেসীর শিকার হচ্ছেন! সেখানে নবীনদের সুযোগতো একদমই নেই বললেই চলে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি নবীনদের জন্য কিছু করার চেষ্টা করছি। এটা মূলত একজন শিল্পী হিসেবে নবীনদের প্রতি আমার দায়বোধ। আর সবচেয়ে বড় ব্যপার, কাউকে না কাউকে শুরু করতেই হবে নতুন করে। আমি পাইরেসীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্বপ্ন দেখাতে চাই অডিও ইন্ডাস্ট্রিকে।’

Leave a Reply