
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়, সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: শিঘ্রই আসছে “দি সলভ” এর ব্যানারে ইমন ইসলামের ধারাবাহিক নাটক “ভূতের বাড়ী”। নাটকের শুটিং চলছে সাভারের আড়াপাড়া জমিদার বাড়ীতে। ইমন ইসলাম এর পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শ্রদ্ধেয় তমাল মাহবুব, কাঁকন , হাসনা, মানিক , এম আর রাজ, সাকি, সোনিয়া, বৃষ্টি, মিমি, আফরিন এ
২৪ নভেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত সাভারের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়।শীঘ্রই নাটকটির শুটিং আবার শুরু হবে বলে স্বদেশ কণ্ঠ সাংবাদিককে জানিয়েছেন নাটকটির পরিচালক ইমন ইসলাম।
পরিচালক ইমন বলেন, নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী। দর্শক নাটকটিতে ভিন্নতা পাবে। সাধারণত ভূতের নাটক গুলো যেমন হয় তার থেকে এ ধারাবাহিকটি ভিন্ন হবে।দর্শকের চাহিদা আমরা পূরন করতে পারব।শিল্পীরা সবাই মনযোগ দিয়ে কাজ করেছে।ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দর্শকদের ভাল কিছু দিতে পারব।