Wednesday, October 30

পার্থ-সিডনি দুই দলেরই শিরোপা

51253_Perthঅস্ট্রেলিয়ান বিগ ব্যাশে একই দিনে শিরোপা জিতলো সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। দুই দল খেললো দুই ফাইনালে। বিগ ব্যাশে পুরুষ ও নারী- দুই দলের ফাইনাল হলো শনিবার। প্রথমে নারীদের ফাইনালে মুখোমুখি হয় সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। সেখানে পার্থকে ৭ রানে হারিয়ে এবারের শিরোপা জেতে সিডনি সিক্সার্স। সিক্সার্সের ১২৪-৫ রানের জবাবে পার্থ স্করচার্স ১১৭-৭ রান তুলতে পারে। একই দিন পার্থের ওয়াকা গ্রাউন্ড পুরুষদের ফাইনাল মাঠে গড়ায়। সেখানেও প্রতিপক্ষ সিডনি ও পার্থ। কিন্তু এখানে ফলাফল হলো সম্পূর্ণ উল্টো। পার্থের পুরুষ দল সিডনিকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেয়। এতে মেয়েদের হারের প্রতিশোধ নেয় পার্থের পুরুষ দল। ২০১১ সাল থেকে শুরু হওয়া বিগ ব্যাশে সর্বাধিক তিনবারর শিরোপাজয়ী দল পার্থ স্করচার্স। সর্বশেষ চার আসরে তিন শিরোপা জিতলো তারা। টুর্নামেন্টের ৬ আসরে গতবার ছাড়া বাকি পাঁচবারই ফাইনালে ওঠে পার্থ স্করচার্সৃ। তারা ছাড়া আর কোনো দল একাধিকবার শিরোপা জিততে পারেনি। এবারের ফাইনালে টস হেরে আগে ব্যাটে গিয়ে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে ডিসনি সিক্সার্স। জবাবে ২৫ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পার্থ স্করচার্স। উদ্বোধনী জুটিতে স্যাম হুইটম্যান ও মিচেল ক্লিনজার ৭.৩ ওভারে যোগ করেন ৭৫ রান। হুইটম্যান ৩ ছক্কাও ৫ চারে ২১ বলে ৪১ রানে ফিরলেও ক্লিনগার ৫ ছক্কা ও ৫ চারে ৪৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে ইয়ান বেলের সঙ্গে ৬৯ রানে অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। বেল ১ ছক্কা ও ২ চারে ২৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিডনির হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ব্যাড হ্যাডিন। এছাড়া ইয়োহান বোথা ৩২ ও অধিনায়ক মোসেস হেনরিকস ২১ রান করেন। পার্থের হয়ে তিনটি করে উইকেট নেন রিচার্ডসন ও টিম ব্রেসনান।

Leave a Reply