Wednesday, December 17

ফ্রান্সে রোদেজ শহরে ছুরিকাঘাতে নিহত স্থানীয় পুলিশ প্রধান

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় রোদেজ শহরের পৌর পুলিশ প্রধান প্যাসক্যাল ফিলো ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরটির কেন্দ্রে অবস্থিত টাউন হলের সামনে পুলিশের পরিচিত একজন তাকে ছুরিকাঘাত করেন।

এএফপি’র বরাত দিয়ে একথা জানিয়েছে ‘ইউরোনিউজ’। বিসিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার মাঝখানে তাকে তিনবার ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় টেলিভিশন স্টেশন ‘ফ্রান্স থ্রি অকসিট্যানি’র মতে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ছুরিকাঘাতকারীকে গ্রেপ্তার করা হয়।

ফ্রান্স ইনফো রেডিও নেটওয়ার্কের খবরে বলা হয়, এক সপ্তাহ আগে অভিযুক্ত এই ব্যক্তির কাছ থেকে তার কুকুর কেড়ে নেয়ায় তিনি স্থানীয় মেয়র ও পুলিশ প্রধানকে হুমকি দেন।

আরও বলা হয়, ৪০ বছর বয়সী এই ব্যক্তি কিছুদিন আগে এই শহরে এসেছিলেন। লাইসেন্স ছাড়া কুকুর রাখায় তার সম্পর্কে জানতো স্থানীয় পুলিশ। ঘটনার পর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা পুরো শহর ঘিরে ফেলে।

Leave a Reply