
দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নেই
দেশকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত করতে যাকাতভিত্তিক ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার রাত ৯টায় রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে গুলশান থানা পূর্ব জামায়াত আয়োজিত দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, সুদভিত্তিক অর্থব্যবস্থা আমাদের জাতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে প্রান্তিক শ্রেণির মানুষ দরিদ্র হতে দরিদ্রতর হচ্ছে। তাই সমাজে দরিদ্র মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে যাকাতভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ইসলামী অর্থব্যবস্থায় একমাত্র ইনসাফভিত্তিক সমাজের ভিত তৈরি করে। ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় অর্থনীতি পরিচালিত হলে গ...