Tuesday, December 16

মহানবী (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে বাংলাদেশ শান্তি সংঘের প্রতিবাদ ও আলোচনা সভা

গতকাল ৩১ অক্টোবর শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ শান্তি সংঘের একটি প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফ্রান্সে কৌতুক ম্যাগাজিন শার্লী আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা এই প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াসিন সেখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শান্তি সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহফুজ আহমেদ।এই আলোচনা ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শান্তি সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ সহ সংগঠনের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ শান্তি সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহফুজ আহমেদ জানান ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শান্তি সংঘ । আগামী ২ নভেম্বর কাঠেরপুলে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন এর আয়োজন করা হবে! রাসূল সা: এর উম্মতরা এই প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত থাকার আহবান জানানো যাচ্ছে!
উল্লেখ্য, বাংলাদেশ শান্তি সংঘ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের বিভিন্ন প্রান্তের অসহায় গরীব দুস্থ মানুষের কল্যাণে কাজ করে এই সংগঠনটি। এই সংগঠনটি প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের বন্যার্তদের মাঝে বিভিন্ন সময়ে ত্রাণ সহায়তা এবং খাদ্য সামগ্রী এবং শীতের মৌসুমে শীতের পোষাক পৌঁছে দিয়েছে এবং বিশেষভাবে পথ শিশুদের নিয়ে এই সংগঠনটি কাজ করে থাকে।

Leave a Reply