Tuesday, December 16

‘বাংলার ঢোল’ নিয়ে আসছেন সানি আজাদ


গত দুই সপ্তাহে ‘বুক পাঁজরে’ এবং ‘প্রেমের হুইসেল’ শিরোনামের দুটি গান রিলিজ হয়েছে সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদের। এবার আবারও নতুন গান নিয়ে আসছেন এই কন্ঠশিল্পী। বৈশাখ উপলক্ষে নিয়ে আসছেন ‘বাংলার ঢোল’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন গীতিকার আবুল হোসেন। সুর করেছেন সুরকার ও কন্ঠশিল্পী এফ এ প্রিতম এবং মিউজিক করেছেন আহমেদ সজিব। গানটি ‘আহমেদ সজিব অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, একটি আমার ২৭তম মৌলিক গান। গানটি বৈশাখ কেন্দ্রিক। গানের কথা, মিউজিক এবং সুর সত্যিই ভালোলাগার মতো। আশা করছি; সবার ভালো লাগবে।

Leave a Reply