
মিয়ানমার সীমান্তে থাকা শহর রুইলিতে লকডাউন ঘোষণা করেছে চীন। সেখানে হঠাৎ করে কোভিড রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শহরটির কোভিড আক্রান্তদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য রয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।
খবরে বলা হয়েছে, এ নিয়ে তৃতীয় বারের মতো রুইলিতে লকডাউন জারি করা হলো। ২ লাখ ৭০ হাজার মানুষের এই শহরটি চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইউনান প্রদেশে অবস্থিত। লকডাউনের অধীনে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কাঁচা বাজার ও ওষুধের দোকান নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলগুলো।
এর আগে গত মঙ্গলবার ১৫ জনের করোনা ধরা পরে শহরটিতে।
এরমধ্যে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্টও। এর আগে চীনা গণমাধ্যমে জানানো হয়েছিল যে, গুয়াংঝুর পর রুইলিই দ্বিতীয় চীনা শহর যেখানে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শহরটির মেয়র শাং লাবিয়ান বলেন, সংক্রমণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। অন্য শহরগুলো থেকে অতিরিক্ত ৯০০ স্বাস্থ্যকর্মী নিয়ে আসা হয়েছে পরিস্থিতি সামাল দিতে।
