Tuesday, December 16

পুলিশ সদস্যের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

নাটোরের বাগাতিপাড়ায়ে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জামনগর পকেটখালি পুলিশ ফাঁড়ির কাছে আড়ানী-পুঠিয়া সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘট্নায় দায়িত্ব অবহেলার কারণে ওই ফাঁড়ির ইনচার্জ এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তভোগী পুলিশ সদস্য মেজবাহ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি এসে স্ত্রী শিরিন সুলতানাকে সঙ্গে নিয়ে তিনি বগুড়া ঘুরে মোটরসাইকেলযোগে রাজশাহীর বাঘা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পুঠিয়া-আড়ানী সড়ক হয়ে যাওয়ার পথে রাত ১০ টার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশে পৌঁছলে একদল দুর্বৃত্ত সড়কে দড়ি বেঁধে তাদের পথরোধ করে।

এরপর সেখান থেকে তাদের হাত-পা ও মুখ বেঁধে পাশের গম খেতে ফেলে রাখে। এ সময় তাদের কাছে থাকা ‘সুজুকি জিকসার এসএস ১৫০সিসি’ মডেলের মোটরসাইকেল, নগদ অর্থ, সোনার গহনা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, পুলিশ ফাঁড়ি পার হওয়ার সময় ফাঁড়ির টহলরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। এর কিছু সময় পর তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ২০১৮ সালে ওই ফাঁড়িতে তিনি নিজেও কর্মরত ছিলেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী শিরিন সুলতানা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেছেন।

এ দিকে ঘটনার পর শুক্রবার বিকালে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া ঘটনার সময় ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই মাজহারুল ইসলামকে সন্ধ্যায় নাটোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে শিরিন সুলতানা মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের ধরতে মাঠে কাজ করছে।

Leave a Reply