Tuesday, December 16

নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ:

নায়কের পক্ষে আইনী লড়াইয়ে গায়ক অ্যাড মেজবা শরীফ:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তকে বাতিল করে দিয়ে রায় দেন মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। এর মধ্য দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে আর বাধা থাকলো না নায়ক জায়েদ খানের। জায়েদ খানের পক্ষে আইনী লড়াইয়ে সুপ্রীম কোর্টের আইনজীবী গায়ক মেজবা শরীফও ছিলেন।
মেজবা শরীফ বেশ কিছু আলোচিত মামলা নিয়েও আইনী লড়াই করছেন। তন্মধ্যে রয়েছে বাদী পক্ষে ৪ খুনের মামলা, এসিড দগ্ধ তানিয়ার মামলা, শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশির মামলা এবং সঙ্গীত পরিচালক এম এ রহমানের মামলা । মেজবা শরীফের বীর মুক্তিযোদ্ধা পিতা ছিলেন পুলিশ সুপার পদমর্যাদার সাবেক গোয়েন্দা কর্মকর্তা।
সুপ্রীম কোর্টের আইনজীবী মেজবা উদ্দীন শরীফ আইন পেশায় সফলতার পাশাপাশি গায়ক হিসেবেও বেশ সফল, “সিডি চয়েস”, “ইগল” এবং “সঙ্গীতা” সহ বিভিন্ন স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত তার উল্লেখযোগ্য গান হলো, দূর কোন দেশে, মনের স্মার্টফোন, কথা জমে থাক, শুধু আমার, বোঝেনা সে বোঝেনা, ইশারা, কত সুখে আছি আমি, ভালোবাসি, প্রিয়া, ঝরছে বৃষ্টি, চুপটি করে, লাভার বয় ও একটু শোন।

Leave a Reply