Tuesday, December 16

এক বাছুরের দুই মাথা

নেত্রকোনা শহরের পারলা এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর। এ ছাড়া এর কান তিনটি এবং চোখ রয়েছে চারটি।

গত সোমবার ভোরে পারলা এলাকার নাজিম উদ্দিনের গাভী জন্ম দেয় এমন বাছুর। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতার ভিড় শুরু হয়।

গাভীর মালিক নাজিম উদ্দিন বলেন, বিশেষ ধরনের এই পশুটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুদিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারে না। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারে না।

নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জিনগত ত্রুটির কারণে গাভীর এমন বাচ্চার জন্ম হয়। কিন্তু বাচ্চাটি জীবিত থাকা নিয়েও শঙ্কা আছে। তবে গাভীর বাচ্চাটি যাতে বাঁচানো যায় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা আমরা করব।

Leave a Reply