Tuesday, December 16

অবশেষে ২ আটা ব্যবসায়ীকে জরিমানা

অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েছে বসেছে প্রশাসন। বুধবার দুপুরে টাঙ্গাইলে দুই আটা ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ‘আটার দাম বস্তায় বেড়েছে ৫০০ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তাৎক্ষনিক প্রশাসনের নজরে আসে।

ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, দোকানে মূল্য তালিকা না থাকা ও ব্যবসায়ীরা আটা ক্রয়ের রশিদ দেখাতে না পারায় ছয়আনী বাজারের ব্যবসায়ী জাহিদ মিয়া ও পার্কবাজারের বাবুল মিয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদেরও সচেতন করা হয়েছে।

তিনি আরও জানান, সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply