Monday, December 15

ভৈরবের কথিত সোর্স সাজাপ্রাপ্ত আসামী আবুল কাসেম গ্রেফতার

ভৈরব-কুলিয়াচর প্রতিনিধি।।

সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে হয়রানি করা যার কাজ সেই চিহ্নিত মাদকব্যবসায়ী কথিত সোর্স আবুল কাসেমকে ভৈরব থানা পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকালে শহরের আমলাপাড়া এলাকা থেকে ভৈরব থানার এসআই অজিত কুমার সরকার ও এসআই আসাদুজ্জামান ভৈরব থানার মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী কথিত র্সোস আবুল কামসেমকে গ্রেফতার করে। সোর্স কাসেম বেলাবো উপজেলার নবর আলীর ছেলে। সে ভৈরব শহরের আমলাপাড়া এলাকায় হায়দার মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে জিম্মি করে অপকর্ম চালিয়ে আসছিল। সোর্স কাসেমের রোষানলে পড়ে এলাকার অনেক মানুষজন হয়রানির শিকার হয়। এই মাদক ব্যবসায়ীর কারণে এলাকার উঠতি বয়সের যুবকরা মাদক সেবনে জড়িয়ে পড়ে। এর আগেও আবুল কাসেমের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা ছিল বলে জানা যায়। সেসব মামলার একটিতে সাজাপ্রাপ্ত মাদক মামলায় সে গ্রেফতারও হয়েছিল।
ভৈরব থানার নতুন ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ভৈরব থানার মাদক মামলা নং ১৫(১২)২০১৪ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯ এর (ক) ধারায় ১ম শ্রেণির বিচারিক আদালত কিশোরগঞ্জ অভিযুক্ত আসামী আবুল কাসেমকে দোষী সাবস্ত করে ২ বছরের সাজা দেয়। বুধবার কাসেমকে ভৈরব থানা পুলিশ গ্রেফতার করার পর আজ তাকে জেল আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply