
অসহায় নারীকে রিকশা বিতরণ করলো ডিএসডি গ্রুপ (ভিডিওসহ)-https://swadeshkantha.com/archives/828
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়, সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: দারিদ্র বিমোচনের অংশ হিসেবে অসহায় দরিদ্র এক নারীকে সোশ্যাল মিডিয়া সংগঠন “ডিএসডি” গ্রুপের পক্ষ থেকে আজ রিকশা বিতরণ করা হয়। সবুজবাগ থানা চত্ত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস ফকির এবং স্বদেশ মাল্টিমিডিয়া গ্রুপ (স্বদেশ টিভি,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর, রেডিও স্বদেশ ডটনেট, স্বদেশ কণ্ঠ) এর চেয়ারম্যান আর জে সাইমুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দারিদ্রতার অভিশাপ থেকে কলঙ্কমুক্ত হচ্ছে। দরিদ্র অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসছে অনেক সামাজিক সংগঠন। একইভাবে “ডিএসডি” সংগঠনটি অসহায় দরিদ্র নারী (সুমাইয়া) কে আজ রিকশা বিতরণ করেছে।যা তার কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।এটা সত্যিই একটি ভালো দৃষ্টান্ত। আমি তাদে...