
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মিয়াজী
পলাতক শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীর দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ থানা থেকে কঠোর নিরাপত্তায় আদালত এলাকায় আনা হয় তাকে। তবে আদালতের তোলা হয়নি তাকে। চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের নিচ তলায় পুলিশের জীপে করে সরাসরি নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি জীপে চড়িয়ে আদালত প্রাঙ্গনে আনা হয় মিয়াজীকে। এর আগে সকাল ৯টার দিকে তাকে নেওয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় তার।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়।’
গত ১৯ ফেব্রুয়ারি রাতে রুদ্রপুর গ্রামে শ্যামলছায়া...