ঈদের নাটকে আরফান-তানিশা জুটি!
ঈদের নাটকে আরফান-তানিশা জুটি!
বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর:
প্রায় চারমাস শুটিংয়ের বাইরে থেকেছেন অভিনেত্রী তানিশা শিলা।
সেটা অবশ্য করোনা ভাইরাসের কারণেই। কিন্তু বাসায় বসে আর কতদিন। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চলতে হবে মানুষদের। তাই শুটিংও শুরু হয়েছে নাটক ও সিনেমার ।
শুটিং শুরু হওয়াতে ক্যামরোর সামনে তানিশাও।
অস্থির বডি বিল্ডার নাটকেও আরফানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তানিশা। আবারও আরফানের সাথে ঈদের নতুন নাটকে জুটি বাধলেন তানিশা।
তানিশা স্বদেশ কন্ঠকে বলেন, অনেক দিনই তো হলো ক্যামেরার বাইরে আছি। কিন্তু এভাবে আর কতোদিন। কাজ তো করতেই হবে। ঈদের নতুন নাটক রসিক বেয়াই শুটিং শেষ করেছি। এতে প্রধান চরিত্রে আরফান ও আমি অভিনয় করেছি, আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শিখা খান। নাটকটি পরিচালনা করেছেন আকাশ রঞ্জন আর নাটকটি নাগরিক টিভিতে প্রচারিত হবে।
ন...
