মনগড়া সংবাদের ফাঁদে এমপি পাপুল- দাবি পরিবারের
নিজস্ব প্রতিনিধি
এমপি পাপুলর বিরুদ্ধে দেশের বিভিন্ন মিডিয়া মনগড়া সংবাদ পরিবেশন করছে বলে দাবি করে তার পরিবারের সদস্যরা। তার পরিবারের সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে কুয়েতের আল কাবাস পত্রিকার সুত্র ধরে বাংলাদেশের মানবজমিন পত্রিকা নিউজ করে” কুয়েত থেকে বাংলাদেশি এম পি লাপাত্তা”। এরপর গত ৬ জুন মারাফি কুয়েতিয়া কোম্পানির কয়েকজন শ্রমিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কাজী পাপুল এমপিকে, আরব নিউজের সুত্রে এই নিউজ ছাপা হয় বাংলাদেশে, কিন্তু তাঁদের নিজশ্ব কোন সোর্স ছিলোনা, এখনো নেই।
এছাড়া ৭ জুন বাংলাদেশের ঢাকা ট্রিবিউন রিপোর্ট করে- “মানব পাচারের অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি কুয়েতে গ্রেফতার” অথচ তাঁর বিরুদ্ধে কুয়েতে মানব পাচার নিয়ে কোন মামলাই হয়নি।
শুরু হলো বাংলাদেশে এম পি পাপুলের বিরুদ্ধে নানা মনগড়া সংবাদ পরিবেশন।
৭ জুন দৈনিক ইত্তেফাক লেখে মানব ও অর্থ পাচারের অভিযোগে ...
