চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ? যা বললেন নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের চেয়ারে বসা নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছেন জায়েদ খান ও নিপুণ আক্তার।
শুক্রবার শপথ গ্রহণ করে সাধারণ সম্পাদকের চেয়ারে জায়েদ খান।
এর দুদিন পরই গতকাল সন্ধ্যায় জায়েদের প্রতিপক্ষ চিত্রনায়িকা নিপুণ বসেন ওই চেয়ারে।
রোববার দুপুরে জায়েদের পক্ষে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এ খবর শোনা মাত্র এফডিসিতে ছুটে যান চিত্রনায়িকা নিপুণ। গিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসে পড়েন।
জায়েদ থেকে ফের নিপুণের চেয়ার দখলের পর প্রশ্ন ওঠে - কী এমন লোভনীয় এই চেয়ার যে এতো যুদ্ধ করতে হবে?
জবাবে চেয়ারে বসার জন্য এ লড়াই নয় বলে মন্তব্য করেছেন নিপুণ।
সাংবাদিকদের নিপুণ বলেন,‘চেয়ারটা নিয়ে কেনো এত যুদ্ধ? আমি কিন্তু প্রথম থেকেই বলেছি, আমি এই চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না। আমার যুদ্ধটা আসলে একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে ...
