Tuesday, December 16

Tag: ছক ভাঙলেন জাহ্নবী

ছক ভাঙলেন জাহ্নবী

ছক ভাঙলেন জাহ্নবী

বাংলাদেশ, বিনোদন
গ্ল্যামার দুনিয়াকেই পেশার জায়গা হিসেবে বেছে নিয়েছেন জাহ্নবী কাপুর। কিন্তু ইমেজ ধরে রেখেছেন একেবারে পাশের বাড়ির মেয়ের। ইভেন্ট, অ্যাওয়ার্ড ফাংশন, পার্টি, যেখানে যেমনটা দরকার, মেজাজের সঙ্গে মানানসই পোশাক পরে নেন জাহ্নবী। এখন তো দেখারই যুগ! তার ওপর গ্ল্যামার জগতের উঠতি নায়িকা বলে কথা। ঠাটে বাঁটে থাকা তাকেই মানায়। বাকি গ্ল্যামার কুইনদের মতো হাই হিল পরে ঠক ঠক আওয়াজ তুলে গাড়ির শোরুমের ফিতে কাটতে আসবেন তিনি, মানিয়ে যাবে দিব্যি। দেশের সব কাগজের পেজ থ্রিতে পরের দিনের তার বড় ছবি ছাপা হবে, ঠিক এরকম সব কিছুর জন্য মঞ্চ তৈরি ছিল। কিন্তু ছক ভাঙলেন জাহ্নবী। খামোখা ঠাট বাটে বিশ্বাস করেন না তিনি। এক একটা পোশাক এক এক ইভেন্টে পরলেই পুরনো, এই ধ্যানধারণাতেই বিশ্বাসী বি-টাউনের সেলেবরা। কিন্তু শ্রীদেবী কন্যা ব্যতিক্রম। ইউথ আইকন হয়েও সে অনায়াসে নিজের সাক্ষাৎকারে বললেন, এক একটা পোশাক এক এক বারই পরবো? এতটাও বড়লোক...