
পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের গাড়ির ধাক্কায় মো. সোহাগ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকালে উপজেলার হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার শেষ বিকালে নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার সময় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগ হোসেনকে ধাক্কা দেয়।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৬টার সময় চিকিৎসাধীন তিনি মারা যান।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবি...