ভালোবাসা দিবসে স্ত্রীর মামলায় জেলে গেল পুলিশ কনস্টেবল
বিশ্ব ভালোবাসা দিবসে ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন ও যৌতুকের মামলায় সোমবার পুলিশ কনস্টেবল হুমায়ন কবির (৩১) গেল কারাগারে।
ময়মনসিংহের ৩য় বিচারিক আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোর্ট ইন্সপেক্টর পূসন কান্তি দাস।
মামলার বাদীপক্ষে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী নুরুল হক শুনানিতে অংশ নেন।
তিনি জানান, উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের মো. আব্দুল মান্নানের কন্যা মোছা. রেবেকা সুলতানার সঙ্গে ধর্মীয় ও রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী ২০১২ সালের ৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের মো. হাবিবুর রহমানের পুত্র হুমায়ুন কবির (২৮)। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য রেলওয়ে পুলিশ বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল হুমায়ুন ...
