Friday, January 24

Tag: মানুষের জন্য না: প্রভা

আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা

আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা

বিনোদন
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গেল কয়েক বছরে খুব একটা গণমাধ্যমের মুখোমুখি হন না। শুটিং শেষেই ঘরে ফিরে যান। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন। এভাবেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রভা। তবে প্রভার সাম্প্রতিক কিছু পোস্ট রহস্য ছড়িয়েছে। সম্প্রতি ধর্মীয় আবেগপূর্ণ বার্তা দিচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন— ‘সুখ ও কষ্ট দুটোই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থায়ই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা’। এবার প্রভা এমন আরেকটি পোস্ট দিয়েছেন, যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচতে বার্তা দিয়েছেন ভক্তদের। নিজের একটি ছবি পোস্ট তার ক্যাপশনে প্রভা লিখেছেন— ‘আপনি যতই সরল পথে চলুন, তার পরও কিছু মানুষ ...