Wednesday, May 21

Tag: যেভাবে ভিকির সঙ্গে প্রেম

যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

বিনোদন
প্রথম দেখাতে ভালো লাগা। তার পর প্রেম। দীর্ঘ দিন একসঙ্গে থাকলেন। ধুমধাম করে সাত পাক ঘুরে সংসারও সাজিয়েছেন। অথচ একসময় ভিকিকেই চিনতেন না ক্যাটরিনা কাইফ। সম্প্রতি 'কফি উইথ করণ'-এর আড্ডায় এমনই তথ্য ফাঁস করেছেন ভিকি-পত্নী। ক্যাটরিনা বলেন, আমি ভিকির বিষয়ে বিশেষ কিছুই জানতাম না। ওর নাম শুনেছিলাম কিন্তু আলাপ হয়নি কখনও। কিন্তু যখন দেখা হলো— আমার মন জয় করে নিল। জোয়া আখতারের পার্টিতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। পরে জোয়ার কাছেই ভিকিকে নিয়ে আবেগের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন এ অভিনেত্রী। ক্যাটরিনার কাছে যেন সবটাই স্বপ্ন। তার কথায়, এটিই আমার ভাগ্য। আমাদের সম্পর্কটা হওয়ারই ছিল। একসময় এত কাকতালীয় ঘটনা ঘটেছে যে পুরো বিষয়টি অবাস্তব মনে হতো। ভিকি-ক্যাটিনার 'ভিক্যাট' হয়ে ওঠায় করণের অবদান কিছু কম নয়। অতীতে 'কফি উইথ করণ'-এ ভিকির প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন ক্যাট...